আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৪ বিশ্বকাপ খেলবে যে ২০ দল

প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা।  আর এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল।

ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। তাই এবার ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এর আগে, ২০২১ সালে ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ২০ দল

যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল ও ওমান, নামিবিয়া ও উগান্ডা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন