‘যুক্তরাষ্ট্রের নতুন শ্রম আইনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই’
আমরা যুক্তরাষ্ট্রের সুপারিশ ও উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করছি। বাইডেন প্রশাসনের মেমোরেন্ডাম বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য সচিব।
তিনি বলেন, বাংলাদেশের সরকার শ্রমিকদের অধিকার নিয়ে অনেক সচেতন। গেল কয়েক বছরে চারবার শ্রম আইন সংশোধন করা হয়েছে। এখন যদি আরও কিছু করতে হয় শ্রম আইন বা শ্রমিক অধিকার নিয়ে সেটা বাংলাদেশ করবে।
বাণিজ্য সচিব বলেন, যারা ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে যায় এমন কিছু যাতে না হয় এমনটাই ওয়াশিংটন ডিসির চিঠিতে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। সরকার চায় ট্রেড ইউনিয়ন থাকুক।
সচিব বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের হুঁশিয়ারি তাদের রুটিন কাজ। আমরা আগে থেকেই এ ব্যাপারে তৎপর। যুক্তরাষ্ট্রের এ মেমোরেন্ডামে কোনো চাপ অনুভব করছি না আমরা। তাদের সাথে সব ব্যাপারে আলোচনা হয় আমাদের।
এএম/