চ্যালেঞ্জিং লিড পেলো বাংলাদেশ
আগের দিনের ৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতে ফিরে যান আগের দিন শতক ছোঁয়া নাজমুল হোসেন শান্ত। এরপর মিরাজ ও মুশফিক এগিয়ে নিয়েছেন বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংস শেষে ৩৩১ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেটে আগের দিনের ৩ উইকেটে ২১২ নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতে ফিরে যান আগের দিন শতক ছোঁয়া নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের বিদায়ের পর ব্যাট হাতে ইনিংস লম্বা করতে পারেননি দিপু। সাজঘরে ফেরেন ১৮ রান করে।
টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে ৭ চারে ৬৭ রানে থামেন মুশফিকও। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও ফিরে যান ১০ রানে। সোহানের পর নাঈমকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিরাজ। এতে ৩ উইকেট হাতে রেখে ৩০১ রানে এগিয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ।
৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রান করে। তবে লাঞ্চ থেকে ফিরে বেশিক্ষণ টিকতে পারেননি নাঈম।
এরপর ব্যাট করতে নেমে ডাক খেয়েছেন তাইজুল। শেষ উইকেট জুটিতে শরিফুলকে সঙ্গে নিয়ে ২৬ রান যোগ করেন মিরাজ। তবে ব্যক্তিগত ১০ রানে শরিফুল ফিরলে ৩৩৮ রানেই গুটিয়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন মিরাজ।