তাইজুল ঘূর্ণিতে ৭ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ কিউইদের
বাংলাদেশের দেওয়া ৩৩১ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে চতুর্থ দিন শেষে খাদের কিনারায় নিউজিল্যান্ড। ২১৮ রান পিছিয়ে থেকে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে কিউইরা।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেটে আগের দিনের ৩ উইকেটে ২১২ নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনে ৩৩৮ রানেই গুটিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোন রান না করে ফিরে যান ওপেনার টম লাথাম। এরপর দলীয় ১৯ রানের মাথায় ফিরে যান আগেই ইনিংসে সেঞ্চুরি করা কেইন উইলিয়ামসন। আউট হবার আগে তিনি করেন ১১ রান।
ক্রিজে এসে টিকতে পারেননি হেনরি নিকোলস। দলীয় ৩০ রানের মাথায় মাত্র ২ রানে ফিরে যান তিনিও। টেস্ট মেজাজে বলের পর বল খেলে থিতু হয়েও টিকতে পারেননি ওপেনার ডেভেন কনওয়ে। ৭৬ বল খেলে ফিরে যান ২২ রানে। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান টম বান্ডেল। আউট হবার আগে তিনি করেন ৬ রান।
ষষ্ঠ উইকেটে ফিলিপসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু শেষ বেলায় ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম হাসান। ২৬ বলে ১২ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর কাইল জেমিসনও ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি। তাতে ১০২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ব্ল্যাক-ক্যাপসরা।