মালির কাছে বড় ব্যবধানে হারলো আর্জেন্টিনা
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার। তবে তাদের সুযোগ ছিল টুর্নামেন্টটিতে তৃতীয় হবার। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারলো না আর্জেন্টিনার যুবারা।
শুক্রবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালির বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলো মেসির দেশের যুবারা।
শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার স্তাদিও ম্যানাহানে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে আর্জেন্টিনা। ৯ম মিনিটে সেকিও কোনের অ্যাসিস্টে গোল করে মালিকে এগিয়ে নেন স্ট্রাইকার ইব্রাহিম দিয়ারা বিরতির আগে ৪৫তম মিনিটে মামাদু দুম্বিয়া মালির লিড দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে আলবিসেলেস্তে যুবারা। তবে ম্যাচের ৪৮তম মিনিটে হামিদু মাকাওলু মালির হয়ে তৃতীয় গোল করেন। এরপর আর ম্যাচের ফিরতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হ্যাটট্রিক করা দুই খেলোয়াড় দলের হয়ে হার ঠেকাতে পারেননি।