আর্কাইভ থেকে ঢালিউড

প্রেমিক নন স্বামী, গুঞ্জনের জবাবে বললেন আঁচল

অবশেষে প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী  হাসনাহেনা আঁখি আঁচল,ঢাকাই চলচ্চিত্রে যিনি নায়িকা আঁচল নামে পরিচিত। বৃহস্পতিবার(৩০ নভেম্বর) ঢালিউডের এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন,কয়েকটি সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। অভিনেত্রীর দাবি, বিয়ের খবরটি প্রকাশ না পেলেও তাদের পরিবার এবং কাছের মানুষজন সবাই বিষয়টি জানতো।

 ঢাকাই সিনেমায় অভিনেত্রী আঁচল একসময় বেশ সুনাম অর্জন করলেও বর্তমানে প্রায় হারিয়ে বসতে চলেছেন।অথচ ‘ঢালিউড কিং’ শাকিব খানের এই নায়িকার শুরুটা ছিল সাফল্যে গাঁথা। এক সময় ক্যামেরার সামনে প্রচণ্ড ব্যস্ত সময় পার করলেও এখন অনেকটা নিভৃতে চলে গেছেন। তবে ক্যামেরার সামনে না থাকলেও গত তিন বছর ধরে বেশ আলোচনায় ছিলেন।এসময় ঢালিউড পাড়ায় গুঞ্জন রটে,তরুণ কণ্ঠশিল্পী সৈয়দ অমির সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন আঁচল।তবে গুঞ্জণের বিষয়টি তিনবছর পর বৃহস্পতিবার নিজেই খোলসা করলেন আঁচল। জানালেন তার সংসার জীবনের গোপন কথা!

বিয়ের খবর এতদিন পর প্রকাশ্যে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আঁচল বলেন,‘গত বছর আমি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে জানিয়েছি; কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে এটি।’

প্রেমের বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী আঁচল বলেন,‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি ও আয়োজনেই হয়।আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছা আছে।’

ঢালিউড সূত্রের খবর,২০২০ সালের ডিসেম্বরে পরিচয় হয় আঁচল-অমির। তখন ‘ ও জান রে’  গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় তাদের।এরপর আরও কয়েকবার কথা হয় শুটিংয়ের বিষয়ে। ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ হওয়া গানটি শ্রোতামহলে ভালো সাড়া পাওয়ায় আঁচলকে ধন্যবাদ জানান এবং ট্রিট দেওয়ার অফার করেন অমি। সেখানেই বিয়ের প্রস্তাব পান আঁচল। তারপর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে অভিষেক হয় আঁচলের। দুই বছর পর চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে তিনি সাফল্য পান। এক যুগের ক্যারিয়ারে কাজ করেন শাকিব খান, আরিফিন শুভর বিপরীতেও।

এ সম্পর্কিত আরও পড়ুন