ছবি তুলতে দুবাই গেলেন সাকিব
আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে ফটোশুটে অংশ নিতে দুইদিনের সফরে দুবাই গিয়েছেন সাকিব। আঙুলের আঘাতের কারণে টুর্নামেন্টে অংশ না নিলেও মাঠে বসে দলকে অনুপ্রেরণা যোগাতে সেখানে অবস্থান করবেন এই অলরাউন্ডার।
শনিবার (২ ডিসেম্বর) সকালে দুবাইতে পৌছেছেন সাকিব। সেখানে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটের পাশাপাশি। বাণিজ্যিক কাজেও অংশগ্রহণ করবেন তিনি।
গেলো আসরে বাংলা টাইগার্সের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির সেরা পারফর্মারও ছিলেন তিনি। তাই এবারের আসরে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাচ্ছে দলকে।
প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ার পরেই মাঠের বাইরে আছেন সাকিব। মাগুরা-২ আসনে নৌকার মনোনয়ন পাওয়ার পরে, প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি।
এএম/