আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত কমেছে, মুত্যু বেড়েছে

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছিল। এখন তা উঠা-নামার মধ্যে রয়েছে। এরই মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ১৭ হাজার। তবে করোনায় আক্রান্ত গত দিনের চেয়ে একটু ভালো। তবে বেড়েছে মৃত্যু।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৫৯১জন। এর আগের দিন ছিল ১০ লাখ ৩ হাজার ৬৬৫ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৫২৬ জন। এর আগের দিন ছিল ৩ হাজার ৩৯৩ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন।

বিশ্বজুড়ে আজ শুক্রবার (১৫ এপ্রিল, ২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ১১ জন। মারা গেছেন ৬২ লাখ ১৭ হাজার ৯৫৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৪৮৮ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন