অবরোধের আগুন কেড়ে নিলো ট্রাক চালকের প্রাণ
খাগড়াছড়ির গুইমারায় গেলো (২৭ নভেম্বর) সরকারি চালবাহী ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ চালক মো. ইসহাক মিয়া (২৮) মারা গেছেন। আগুনের ঘটনায় চালকের সহকারিও আহত হন।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইসহাক মিয়া মৃত্যু হয়।
অগ্নিদ্বগ্ধ চালককে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। চালক ইসহাকের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সরকারি চাল বোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালক ইসহাক মিয়া দগ্ধ হন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে জানান,অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।