আর্কাইভ থেকে জাতীয়

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না করলেন প্রার্থী

২০১১, ২০১৬ ও ২০২১ সালে তিনবার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন আব্দুল আলী ব্যাপারী। তবে কোনোবারই বিজয়ী হতে পারেনি তিনি। এবার এবারের সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু আজ রোববার যাচাই-বাছাইয়ে আব্দুল আলী ব্যাপারীর মনোনয়নপত্র বাতিল যায়। এ ঘোষণার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করলেন তিনি।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসকের কার্যালয়ে) মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী বলেন, আমি এখন আমার ভোটারদের মুখ দেখাবো কেমনে, আমি আর বাচুমনা। আমি ভোট দিতে না পারলে মরুম, আমার জীবন রাখুম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমার ভোট আমাকে দিয়ে যেন মরতে পারি। আমার বিশ্বাস আছে, মানুষ আমাকে ভোট দিবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাইতে চাইছিলাম।’

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরামর্শ দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল আলী ব্যাপারী তার নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের তালিকা দিতে না পারায় মনোনয়নপত্রটি বাতিল হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন