সিরাজগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি অনুমোদন
সিরাজগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই সংগঠনটি আশার আলো দেখবেন এমনটি প্রত্যাশা করেছে নেতৃবৃন্দ।
শুক্রবার (০১ ডিসেম্বর ) মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।পরে কমিটির নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ফুলের শুভেচ্ছা জানান।
কমিটির সভাপতি করা হয়েছে নাসিমা আক্তার কে যিনি দীর্ঘদিনের রাজপথ থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে আওয়ামিলীগের ত্যাগী কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং সিরাজগঞ্জ জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ পৌর যুবমহিলালীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেত্রী মুক্তা মনি কে।যিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পর্রবর্তীতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
ইতিমধ্যে তার মেধা দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে নারীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।সিরাজগঞ্জ জেলা যুব মহিলালীগের সহ সভাপতি দায়িত্ব পেয়ে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে নানা কাজ করে যাচ্ছেন তিনি।
সিরাজগঞ্জ জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে মুক্তা মনি সর্বপ্রথম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখতে সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ততা রেখে যতদিন বেঁচে আছি দলের জন্য কাজ করে যাবো।
জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি নাসিমা আক্তার বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে আমরা সকলে মিলে নিষ্ঠার সাথে তা পালন করবো। সিরাজগঞ্জের সকল মহিলা শ্রমিকদের সাথে নিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল সংগঠন প্রতিষ্ঠা করতে চাই। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন গুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এএম/