৩৩৮ থানার ওসি বদলির ফাইল ইসিতে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ করার জন্য সারা দেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যাক্রমে বদলি জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছিল ইসি।
আজ বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠি পাঠানো হয়। বিষয়টি ইসি সূত্র নিশ্চিত করেছে। ইসি’র দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সারা দেশের ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে মন্ত্রণালয় থেকে। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর কমিশন বৈঠকে বসবে। বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, গেলো ৩০ নভেম্বর নির্বাচনের আগে সব থানার ওসিদের বদলি করবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি।