১৫৮ ইউএনও বদলির অনুমোদন দিল ইসি
দ্বিতীয় দফায় ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে আয়োজনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলো ইসি।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানায়,যাদের কর্মস্থলে চাকরির মেয়াদ ১ বছর পূর্ণ হয়েছে।এ দফায় তাদের বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,বদলির ক্ষেত্রে এক জেলার ইউএনওকে আরেক জেলায় কিংবা একই জেলায় বদলি করা হতে পারে। তবে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হচ্ছে না।
উল্লেখ্য, ১ম দফায় ৪৭ জন ইউএনও কে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছিল ইসি।