ফিলিং স্টেশনে আগুন : দগ্ধ ৮ জনের মধ্যে একজনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ খায়ের মিয়া (৪৪) মারা গেছেন।গেলো বুধবার রাতের অগ্নিকান্ডে দ্বগ্ধ হন তিনি। আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
প্রসঙ্গত, গেলো বুধবার রাতে গ্যাস লাইনের কাজ করার সময় সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় ৮ জন দগ্ধ হন।