আর্কাইভ থেকে বিনোদন

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দেখে মা-বাবার প্রতিক্রিয়া কী, জানালেন তৃপ্তি

তৃপ্তি দিমরি এই মুহূর্তে ‘ন্যাশনাল ক্রাশ’। ‘লায়লা মজনু’, ‘কালা’, ‘বুলবুল’এর মতো ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছিলেন অভিনেত্রী। কিন্তু ‘অ্যানিম্যাল’ ছবিতে তার স্বল্প উপস্থিতিই যেন আগুন ধরিয়েছে বহু যুবকের হৃদয়ে। রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার দৃশ্য ঘিরে শোরগোল। এই দৃশ্য দেখে নায়িকার মা-বাবার প্রতিক্রিয়া কেমন ছিলো সেকথা এক সাক্ষাৎকারে জানান তৃপ্তি।

ছবির একটি দৃশ্যে রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল তাকে। এক বিনোদনমূলক ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তৃপ্তি জানান, এমন দৃশ্যে মেয়েকে দেখে চমকে উঠেছিলেন তার অভিভাবকরা।

অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তারা বলেন, ‘আমরা এমন কিছু কোনো সিনেমায় কখনও দেখিনি। আর তুমি সেটাই করেছ!’ দৃশ্যটির ধাক্কা সামলাতে তাদের সময় লেগেছিল। তবে তারা এটা মেনেও নিয়েছেন। কিন্তু জানিয়েছেন, অভিভাবক হিসেবে কেমন প্রতিক্রিয়া তাদের হয়েছে।’

তৃপ্তি দামরি জানান, ‘আমি ওদের বলেছি, আমি কোনও অন্যায় করিনি। এটা আমার কাজ। আর আমি সেটা নিরাপদ ও আরামদায়ক ভাবেই করেছি। আমার এতে কোনো সমস্যাই হয়নি। আমি একজন অভিনেত্রী এবং নিজের চরিত্রের প্রতি একশ শতাংশ সৎ থেকে কাজটা করেছি।’

তৃপ্তি আরও জানান, ‘বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। নগ্নদৃশ্যের শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বার বারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা।’

এ সম্পর্কিত আরও পড়ুন