রূপগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার রিয়াজুদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সহ-সভাপতি রিমা আক্তার, এমদাদুল হক মিলন ,নুর মোহাম্মদ, জিহাদ হোসেন রিয়াদ, ফরহাদ আহমেদ অপুর্ব,জোনায়েদ আহমেদ, মোহাম্মদ মুসাসহ আরও অনেকে।