আর্কাইভ থেকে বাংলাদেশ

আসন ভাগাভাগি নিয়ে রাতেই বসছেন ১৪ দলীয় জোটের নেতারা

আসছে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের নেতারা রোববার রাতেই বৈঠকে বসছেন। রাত ৮টার দিকে সংসদ ভবনের এমপি হোস্টেলের এক নম্বর ব্লকের ১২ নম্বর কক্ষে এই বৈঠক শুরু হবে।

রোববার বিকেলে ১৪ দলীয় জোটেরর শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ দলীয় জোট সূত্রে জানা গেছে, রোববার রাতের বৈঠকে শরিক দলের জন্য কয়টি আসন ছাড়া হবে তা নিশ্চিত করার পাশপাশি শরিকদের আসনে আওয়ামী লীগের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে।

প্রসঙ্গত,একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের ৮ জন সংসদ সদস্য রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল জোটের শরিক দলগুলোকে ৬টি আসন ছেড়ে দিতে চায়। তবে শরিকরা আরও বেশি আসন দাবি করছেন।গত ৪ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও আসন ভাগাভাগির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। বিষয়টি দেখেতে একটি কমিটি করে দেওয়া হয়।  জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুর ওই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন