আর্কাইভ থেকে জাতীয়

ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন

নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র  যাচাই বাছাইয়ে বাদ পড়া ৫৬১ জন ইসিতে আপিল করেছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাওয়ে ইসি ভবনে আপিল শুনানি শুরু হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ  অন্য কমিশনারগন উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ১০০ জন প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা থাকলেও ৬ জন অনুপস্থিত থাকায় ৯৪ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে আপিলে বাদ পড়েছেন ৩২ জন।

উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ইসি ভবনের অডিটরিয়ামে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত আপিল  শুনানি চলবে। আপিলে সন্তুষ্ট না হলে, উচ্চাদলতে যাওয়ার সুযোগ আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন