আর্কাইভ থেকে জাতীয়

এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে : তথ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে। পেঁয়াজের দাম বাড়ার কোন কারণ ছিল না। আগামী এক সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। বললেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভারত আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি করা বন্ধের ঘোষণার সাথে সাথে দাম বেড়ে যাওয়া আমাদের সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। ভোক্তা অধিকার অধিদপ্তর এরইমধ্যে অভিযান শুরু করেছে। তারা জরিমানা করেছে। এতে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এলেও পুরোপুরি আসেনি।

তিনি আরও বলেন, কিছু হলেই দাম বাড়িয়ে দেওয়ার যে মানসিকতা এটির বিরুদ্ধে গণমাধ্যমেও যদি রিপোর্টিং হয় তাহলে সেটি নিয়ন্ত্রণে সহায়ক হবে। এসময়ে দাম বাড়ার গুজবে কান না দিয়ে ক্রেতাদের অতিরিক্ত পেঁয়াজ না কিনতে পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, গেলো কদিন ধরেই কেজি প্রতি ২০০ টাকার বেশি বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম কমাতে ইতোমধ্যেই প্রশাসন অভিযান শুরু করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন