আর্কাইভ থেকে আবহাওয়া

সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে, ১১ দশমিক ৪ ডিগ্রি

আজ কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

সুবল চন্দ্র সরকার জানান, উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ঘন কুয়াশায় সূর্য ঢেকে থাকায় দিনের বেশীরভাগ সময় প্রাকৃতিক উষ্ণতাও পাচ্ছে না। টানা পাঁচদিন সূর্যের দেখা পাচ্ছে না এ জেলার মানুষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর শীতের কষ্ট লাঘবে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র কেনার জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এরমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বরাদ্দ দেওয়া অর্থ জেলার ৯ উপজেলায় দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন