আর্কাইভ থেকে এশিয়া

গাজার মানবিক বিপর্যযয়ের তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি : পুতিন

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তার তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি। বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন- রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কী ঘটেছে এবং গাজায় যুদ্ধের তৃতীয় মাসের মধ্যে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে। আপনারা সবাই এই দুটি ঘটনার পার্থক্য বুঝতে পারেন। গাজার তুলনায় প্রকৃতপক্ষে ইউক্রেনে কিছুই ঘটেনি।

এ সময় প্রেসিডেন্ট পুতিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বিশ্বে গাজা এখন শিশুদের সবচেয়ে বড় কবরস্থান।’

পুতিন আরো বলেন, এখানে আমি যা বললাম তা হচ্ছে বস্তুনিষ্ঠ মূল্যায়ন।

পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের কারণেই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। কিয়েভ যদি মস্কোর সাথে ইউক্রেনকে ‘অসামরিকীকরণ’, ‘নাৎসিবাদমুক্তকরণ’ এবং ‘জোট নিরপেক্ষতা’ নিশ্চিত করতে চুক্তিতে না পৌঁছায় তাহলে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন