আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের বেলা সূর্যের  খানিকটা দেখা মিললেও বিকেল হতে না হতেই তা আবার মিলিয়ে যাচ্ছে ।

শুক্রবার (১৫) ডিসেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেলো বৃহস্পতিবার  ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস,বুধবার  ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

এদিকে শীতের প্রকোপে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। এদিগে জেলায় এখনও সরকারি ভাবে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি।

পঞ্চগড় জেলা প্রশাসক মো,জহুরুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে সরকারি ভাবে পঞ্চগড় জেলার জন্য ২০ হাজার পিস শীত বন্ত্র বরাদ্দ পাওয়া গেছে, জরুরী ভিত্তিতে এসকল শীত বস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন