আর্কাইভ থেকে এশিয়া

ইসরাইলি হামলায় প্রাণ গেলো ফিলিস্তিনের ৮৫ খেলোয়াড়ের

গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় গেলো ৭ অক্টোবর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি খেলোয়াড় প্রাণ হারিয়েছেন।

প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জারি করা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ক্রীড়া সম্প্রদায়ের ওপর গভীর প্রভাবের বিষয়ে জোর দেয়া হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ডেইলি সাবাহ’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতদের মধ্যে ৫৫ ফুটবল খেলোয়াড় এবং ৩০ জন অন্যান্য খেলার খেলোয়াড় রয়েছে। ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনি ক্রীড়াবিদ, বিশেষ করে ফুটবল খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবের সভাপতি, প্রশাসক এবং রেফারিদের লক্ষ্যবস্তু করেছে।

প্রতিবেদনে বলছে, ইসরাইলি বোমা হামলার ফলে নয়টি ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়েছে। যার মধ্যে চারটি পশ্চিম তীরে এবং পাঁচটি গাজা উপত্যকায়।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, দখলদার বাহিনী পশ্চিম তীরে তিনজন ক্রীড়াবিদকে আটক করেছে এবং হামলার সময় চারজন ক্রীড়াবিদ আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন