আর্কাইভ থেকে বিনোদন

তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান ফেরদৌস

আওয়ামী লীগের পাশাপাশি যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারাও ভোট কেন্দ্রে আসবে। শিল্পীদের নিয়ে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে প্রধানমন্ত্রীও তাকে নির্দেশ দিয়েছেন। বললেন ঢাকা-১০ আসনে নৌকার মনোনিত প্রার্থী ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

শনিবার (১৬ ডিসেম্বর) এফডিসিতে শিল্পী সমিতির দেয়া সংবর্ধনা গ্রহণ শেষে একথা বলেন তিনি।

ফেরদৌস বলেন, নির্বাচিত হলে শিল্প, সংস্কৃতি এবং শিক্ষা এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। চলচ্চিত্র নিয়েও তার অগ্রাধিকার থাকবে। সুস্থ বিনোদন মানুষকে মানসিক ভাবে সুস্থ রাখে, তিনি এ বিষয়েও জোর দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী এবং আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবেন। নতুন প্রজন্মের প্রথম ভোট যাতে  স্বাধীনতার পক্ষের মার্কা নৌকাতে হয়, সেই আহ্বানও তার থাকবে।

অগ্রজ শিল্পীদের পাশে থাকার প্রসঙ্গে তিনি বলেন, সিনিয়র শিল্পীরা অন্য কিছু চায় না। তারা চায় একটু সম্মান এবং আমরা যেন তাদের পাশে থাকি। শিল্পী সমিতির বর্তমান কমিটির সকল সদস্য অগ্রজদের পাশে আছে।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর থেকে শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ফেরদৌস।

এ সম্পর্কিত আরও পড়ুন