আর্কাইভ থেকে খেলাধুলা

দলবদল করলেন সাকিব

এবার ঘরোয়া ক্রিকেটে দলবদল করেছেন সাকিব। ডিপিএলে শেষ তিন মৌসুম ছিলেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে। এবার সেই পরিচয় বদল করে যোগ দিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।

শনিবার (১৬ ডিসেম্বর) সাকিব নিজেই গণমাধ্যমকে দলবদলের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই বছরের চুক্তিতে ধানমন্ডিতে যাচ্ছেন তিনি। এই দলের অংশ হতে পেরে সাকিব খুবই খুশি।  শেখ জামালের হয়ে  চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা তার ।

ধানমন্ডির অভিজাত এই ক্লাবে যোগ দিয়ে খানিক স্মৃতিচারণ করে সাকিব বলেন, শেখ জামালের এই মাঠে তিনি অনুশীলন করতে আসতেন । তার  ক্রিকেটের শুরুর দিকে, ২০০৩-০৪ সাল থেকেই  শেখ জামালের  এই মাঠের সঙ্গে তার পরিচয়।

এদিকে দেশসেরা ক্রিকেটার হওয়ায় ডিপিএলে সাকিবের দলবদল হয় ঘটা করেই। তবে পুরো মৌসুমে খেলতে পারেন খুব কমই। জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ব্যস্ততায় সাকিবকে ঘরোয়া ক্রিকেটে খুব কম সময়ই দেখা যায়। এবার অবশ্য সাকিবের ব্যস্ততা খানিক কম। আইপিএল বা পিএসএলে না থাকায় অনেকটা দিন পর ঘরোয়া ক্রিকেটে দেখা যেতে পারে সাকিবকে।

প্রসঙ্গত, মাঠের বাইরে এবার রাজনীতিতেও সক্রিয় হয়েছেন সাকিব। মাগুরা ১ আসনে নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করবেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন