আর্কাইভ থেকে বাংলাদেশ

বেতন-বোনাস রাজধানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাস ছাড়া সড়ক ছাড়তে রাজি নন রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টায় পর্যন্ত মিরপুরে সড়ক অবরোধ দেখা যায়। 

পোশাকশ্রমিকরা বলেন, গত তিন মাস ধরে বেতন পান না। বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ এপ্রিল দেওয়ার কথা থাকলেও তা এখনও পাননি। উল্টো ১৭ এপ্রিল গার্মেন্টসে বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া হয়। এরপর থেকে গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রমিকরা বলে, কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের মালিক উধাও হওয়ার পর বেতন ও ঈদ বোনাস পরিশোধে পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও তাতে কোনো লাভ হয়নি। আমরা আর কোনো আশ্বাস মেনে নেবো না। বকেয়া পরিশোধ করলে রাজপথ ছাড়বো।

এতে করে এর আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

এসআই/

 

 

 
 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন