আবারও শোকজ মায়া চৌধুরী
দ্বিতীয়বারের মতো চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম সই করা এক আদেশে এ শোকজ করা হয়।
শোকজে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আদেশে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান আপনার (মায়া) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে নৌকার প্রার্থীকে শোকজ করা সত্ত্বেও ১৪ ডিসেম্বর বেলা ১১টায় লুলু (এটিইও) জরুরি নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী আলোচনা করেন, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। কেননা ওই শিক্ষকরাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
উল্লেখ্য, গেলো ৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চাঁদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে মায়ার পক্ষের আইনজীবী লিখিত ব্যাখ্যা জমা দেন।