দিলীপ বড়ুয়ার প্রার্থিতা প্রত্যাহার
জোট থেকে মনোনয়ন না পাওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
রবিবার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তার প্রতিনিধি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের পরে দিলীপ বড়ুয়া বলেন, “মীরসরাই (চট্রগ্রাম ১) আসনে আমি জোট থেকে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি”। দু-একদিনের মধ্যে এলাকায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাইবেন তিনি।
উল্লেখ্য, মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মাহবুব উর রহমান রুহেল।