আর্কাইভ থেকে বিনোদন

কনসার্টে মাইক্রোফোন ছুড়ে মারলেন অরিজিৎ

গানের দুনিয়ায় সফরের শুরু  থেকেই সুপারহিট অরিজিৎ। বর্তমানে তার একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। তার কনসার্ট মানেই হাজারও দর্শক-শ্রোতার মিলনমেলা।এবার সেই কনসার্টের মধ্যেই গান থামিয়ে নিজের হাতে থাকা মাইক্রোফোন ছুড়ে মারলেন শ্রোতার দিকে।

সম্প্রতি ভারতের গুয়াহাটিতে একটি কনসার্ট এমন কাণ্ড ঘটান তিনি। ইনস্টগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ঘটনাটি।

তবে রেগে গিয়ে নয়, গানের শ্রোতার সঙ্গে নিজের সংযোগ করতে মঞ্চে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। শ্রোতাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। অরিজিতের হাত থেকে মাইক্রোফোন পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে গাইতে শুরু করেন শ্রোতাও। বাকিরাও সঙ্গে কণ্ঠ মেলান।

ভিডিওতে দেখা যায়, গাওয়ার সময় এক শ্রোতার দিকে নিজের হাতে থাকা মাইক্রোফোনটি ছুড়ে দেন তিনি। শ্রোতাও হাসিমুখে সেটি নিয়ে অরিজিতের সঙ্গে গান গাইতে থাকেন। তখন অরিজিৎ শুধু গিটার বাজিয়ে খালি গলায় গান গাইতে থাকেন।

উল্লেখ্য, কনসার্টে ভক্তদের নিজের গানের সাথে সম্পর্কিত করতে এমন নানা কাণ্ড ঘটান অরিজিৎ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন