আর্কাইভ থেকে বাংলাদেশ

ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণ: বাবা-মার পর মেয়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে দগ্ধ সেই স্বামী ও স্ত্রীর পর এবার মারা গেছে শিশুটিও। 

নিহতরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫), দেড় বছরের মেয়ে ফাতেমা। 

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশু ফাতেমা।

গেলো সোমবার (২৫ এপ্রিল) শিশুটির দগ্ধ বাবা মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গেলো বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার একটি ৪তলা বাড়ির নিচ তলায় ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ হন ৩ জন।

স্থানীয়রা জানান, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ওই বাসায় আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন। তবে পরে পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্তে জানা যায়, রান্নাঘরে জমে থাকা গ্যাস ওই বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের কারণ।

বার্ন ইন্সটিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, খাদিজার ৯৫ ও ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন