আরও ১৪৭ পুলিশ বদলিতে ইসির সম্মতি
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৯ পরিদর্শকসহ (ওসি) পুলিশের ১৪৭ সদস্যকে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গেলো বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এই তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।
তিনি জানান, ৭৯ পরিদর্শক (ওসি) ও ৬৩ উপ-পরিদর্শকসহ (এস আই) পুলিশ সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে। আর একজন উপ-পরিদর্শককে বদলির নির্দেশনা দিয়েছে ইসি।
উল্লেখ্য, নির্বাচন সুষ্ঠু করবার লক্ষ্যে এর আগেও ডিআইজি ও এসপি পদমর্যাদা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বদলির নির্দেশ দিয়েছে ইসি।