আর কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ - নিউজিল্যান্ড
দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে আর কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টি২০ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। তবে লড়াইয়ে বাধা দিতে পারে বেরসিক বৃষ্টি। গতকালও বৃষ্টি হয়েছে ম্যাচ ভেন্যুতে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২-১০ মিনিটে মাঠে নামবে দুই দল।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক ও গ্রীন টিভি। এদিকে মূল একাদশে লিটনের খেলা নিয়েও শংকা আছে। আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করা এই ব্যাটার ইনজুরির কারণে রান নেয়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়েছিলেন। গতকালও হাটুতে ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা গেছে তাকে।
উল্লেখ্য, প্রথম টি২০ ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।