সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সিদ্ধান্ত অনুযায়ী এ বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হলো। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে In Aid to the Civil Power এর আওতায় সারাদেশে মাঠে থাকবে বিজিবি।
এর আগে গেলো ২০ নভেম্বর নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সম্ভাব্য ব্যয় নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন সচিবালয়। সেখানে কোন বাহিনীর কতজন সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন, তা জানানো হয়। ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মোট ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য।
এর মধ্যে বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।
উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামবে সেনাবাহিনী।