শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কী খবর দিলেন দীপিকা?
সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’। হালফিলের ‘পাঠান’ এবং ‘জওয়ান’। বক্স অফিসে শাহরুখ-দীপিকা জুটি বাম্পার হিট। শাহরুখ তো প্রকাশ্যেই শিকার করে নিয়েছেন দীপিকাই তার লেডি লাক। আর এবার সেই লেডি লাককে নিয়েই নতুন বছরে নতুন চমক দেবেন বাদশা। আর সে খবর শোনালেন দীপিকা নিজেই!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দীপিকা খুঁজছেন কিংকে। আর ভিডিওতে এক ঝলক দেখা গেছে, শাহরুখের মুখ। তাহলে কী নতুন ছবি?
নাহ, ছবি নয়। বরং এবার নতুন বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এবং তার সঙ্গে যুক্ত হলেন দীপিকা পাড়ুকোনও। সেই বিজ্ঞাপনেরই এক ঝলক সোশাল মিডিয়ায় ভাইরাল।