বাড়িতে বেড়াতে নিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন তারই বান্ধবী
গাজীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী । ঘটনার পরে ওই তরুণীর মায়ের করা মামলায় আটক করা হয়েছে ধর্ষণে সহায়তাকারী বান্ধবী জুই আক্তারসহ ধর্ষক ২ যুবককে ।
গেলো বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের আটক করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেড়াতে আসলে কৌশলে বান্ধবী জুই ধর্ষণের শিকার ওই তরুনীকে ধর্ষক শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকিয়ে ফেলে। পরে সেই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। শাকিলের পরে তার বন্ধু রাহুলও তরুনীকে পালাক্রমে ধর্ষণ করে।
অভিযুক্ত ধর্ষকদের পরিচয় এর বিষয়ে ওসি বলেন, আটক শাকিল আহমেদ স্থানীয়, তিনি ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে এবং তার বন্ধু রাকিবুল ইসলাম রাহুল , রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।
প্রসঙ্গত, আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।