আর্কাইভ থেকে ক্রিকেট

বৃষ্টি আইনে হেরে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয়ের আশা দেখেছিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার পর তৃতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১৯ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হলো।

রোববার (৩১ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।  প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্যান্টনার-সোধির ঘূর্ণিতে নির্ধারিত ওভারের আগেই ১১০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।  বাংলাদেশের হয়ে কেবল শান্ত ১৫ বলে ১৭ রান, তাওহীদ হৃদয় ১৮ বলে ১৬ এবং আফিফ হোসেন করেন ১৩ বলে ১৪ রান। এছাড়া সব ব্যাটার ছিলেন ব্যর্থ।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশও।  প্রথম ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৯ রান। তবে সেখান থেকে ১৪ ওভারে আর কোন উইকেট না হারিয়ে ৯১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

এরপরই নেপিয়ারে আঘাত হানে বৃষ্টি।  এরপর আর বল আর মাঠে না গড়ালে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় স্বাগতিকরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন