আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মারিউপোল থেকে সরানো হলো আরও ৫০০ মানুষ

ইউক্রেন জানিয়েছে, মারিউপোলের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আরও অন্তত ৫০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। একই সাথে ইউক্রেনের যোদ্ধাদের সাথে আজভস্টাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নতুন উদ্যোগ নেয়া হয়েছে।

দেশটির হেড অফ প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়েরমেক উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে কোন বিস্তারিত তথ্য দেননি। তবে বলেছেন, এ বিষয়ে আপডেট পরে জানানো হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে আজভস্টাল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ানদের গোলাবর্ষণের মধ্যেই ওই তৎপরতা চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন