আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে পারমাণবিক হামলার শঙ্কা

রাশিয়া ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। গেলো শুক্রবার এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এলেক্সি জাইতসেভ।

ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য।  ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের গোত্রের মধ্যে রয়েছে গ্র্যাভিটি বোমা, স্বল্প পাল্লার মিসাইল, কামান শেল, ল্যান্ড মাইন, ডিপথ চার্জ (সাবমেরিনে হামলা করার বোমা), টোরপেডোস। এই অস্ত্রগুলোতে নিউক্লিয়ার অস্ত্র যুক্ত করা থাকে।

পশ্চিমা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে খোলাখুলিভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস গেলো (১৪ এপ্রিল) বলেন, পারমাণবিক হামলার বিষয়টি আমরা কেউ হালকাভাবে নিতে পারব না।

তিনি জানান, ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র অথবা লো ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার অনেক বড় হুমকির বিষয়।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো শঙ্কা প্রকাশ করছে আসছে, রাশিয়া কোণঠাসা হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, তারা ইউক্রেনে পারমাণাবিক হামলা চালাবেন না। সূত্র: বিবিসি

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন