আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে আলোচনা নয় : মির্জা ফখরুল
আওয়ামী লীগ কোনো কথা রাখে না। তাই এই সরকারের পদত্যাগের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে কোনো ধরনের আলোচনা হবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাস, ভয়ভীতি দেখিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
বিএনপির এ নেতা আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে ছুরিকাঘাত করার ঘটনা থেকে বোঝা যায় আওয়ামী লীগ তাদের চরিত্র এতটুকুও বদলায়নি বরং আগের মতো সন্ত্রাসী হামলা করে, ভয়ভীতি দেখিয়ে বিরোধীদলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।
এ সময় মির্জা ফখরুল দলের নেতা কর্মী ও জনগণের প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে ইচ্ছা তা প্রতিহত করার আহ্বান জানান।
তাসনিয়া রহমান