গাইবান্ধায় বালাসী নৌরুটে ২২ ঘন্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক
গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদঘাট নৌরুটে নাব্য সঙ্কটে ডুবোচরে আটকে যাওয়ার কারণে টানা প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রবিবার (০৮ মে) সকালে বালাসী-বাহাদুরাবাদঘাট লঞ্চ মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নাব্য সঙ্কটে ডুবোচরে আটকে যাওয়ার কারণে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
লঞ্চ মালিক সমিতির সভাপতি বলেন, নাব্য সংকটের কারণে আটকে যাওয়া লঞ্চ দুটির নিচ থেকে বাল্কহেড দিয়ে বালি অপসারন করে লঞ্চ দুটিকে বাহাদুরাবাদ ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। পরে বিআইডব্লিউটিএর একজন প্রকৌশলীর মাধ্যমে নতুন রুট ঠিক করে দেওয়ার পর সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এখন যাত্রীরা নিয়মিতভাবে বালাসী-বাহাদুরাবাদ রুটে চলাচল করতে পারবে।
মেঘ হাসান