আন্তর্জাতিক

রানওয়েতে সংঘর্ষ, জাপানে উড়োজাহাজে আগুন

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় ৩৭৯ জন যাত্রীকে বহনকারী একটি উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমান কতৃপক্ষ বলছে সংঘর্ষের পরে ক্রু সহ ৩৭৯ জন যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে সরানো হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় হানিদা বিমান বন্দরে অবতরনের সময় জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের  (ফ্লাইট নাম্বার ৫১৬) এর সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে।

গণমাধ্যমটি আরও জানায়, অবতরণের সময় রানওয়েতে থাকা জাপান উপকূলরক্ষী বাহিনীর একটি উড়োজাহাজের সাথে সংঘর্ষের পরে আগুনের শিখা উড়োজাহাজকে গ্রাস করে। এরপরে বিমানবন্দরে কর্তব্যরত অগ্নিনির্বাপণকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে।

জাপান উপকূলরক্ষী বাহিনী বলছে, তাদের বিমানে থাকা একজনকে নিরাপদে উদ্ধার করা  সম্ভব হয়েছে। বাকি ৫ জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছে, সে বিষয়ে তারা কোন সংবাদ এই মুহুর্তে জানাতে পারছে না।

প্রসঙ্গত, উপকূলরক্ষী বাহিনীর উড়োজাহাজে ৬ জন যাত্রী ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন