সিরাজের তোপে ৫৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা
কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে প্রথম দিনের প্রথম সেশনেই ৫৫ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সিরাজ ১৫ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। বাকি ৪টি উইকেট ভাগ করে নিয়েছেন বুমরা ও মুকেশ কুমার।
চতুর্থ ওভারে সিরাজের বলে ফিরে যান এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের শুরু সেখান থেকেই। মাঝে অভিষিক্ত ট্রিস্টান স্টাবসকে ফেরান বুমরা। তবে ১৮তম ওভারে মোহাম্মদ সিরাজ যখন নিজের টানা নবম ওভার শেষ করলেন, দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৪৫ রানে ৭ উইকেট! যেখানে সিরাজে সংগ্রহ ৬ উইকেট।
মার্করাম, এলগার, টনি ডি জর্জি ও স্টাবস দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের কেউই ৫ রানও ছুঁতে পারেননি। পঞ্চম উইকেটে কাইল ভেরেইনা ও ডেভিড বেডিংহাম যোগ করেন ১৯ রান। ইনিংসে সর্বোচ্চ জুটি সেটিই।
কেপটাউনে প্রোটিয়াদের এটি চতুর্থ সর্বনিম্ন রান। ১৮৯৯ সালের পর এত কম রানে এ মাঠে গুটিয়ে যায়নি তারা। দেশের মাটিতেও গত ১২৫ বছরের মধ্যে এত কম রানে অলআউট হয়নি দক্ষিণ আফ্রিকা।