ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের, সাকিবকে টপকে সেরা মোস্তাফিজ

নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শরীফুল ইসলাম। হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন এই পেসার।

আজ বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন শরীফুল।

এদিকে সাকিব আল হাসানকে টপকে সবার উপরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যা সিরিজে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়ে পাঁচ ধাপ এগিয়ে ২২ নম্বরে মোস্তাফিজ। এদিকে কিউইদের বিপক্ষে সিরিজে না থাকা সাকিব ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে।

এদিকে ব্যাটিংয়ে ২ ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। তিনি আছেন ৩২ নম্বরে। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে ২৩ নম্বরে।  বোলিংয়ের ব্যাটিংয়েও ৬ ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৭০ নম্বরে।

ব্যাটিং-বোলিংয়ে পেছালেও সাকিবই ধরে রেখেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ স্থান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন