মেগা দুর্নীতি করছে সরকার: ড. মঈন খান
সরকারকে আহ্বান করছি, দেশের গণতন্ত্র ধ্বংস করবেন না। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেছেন, দেশে কোনো নির্বাচন হচ্ছে না। সবাই বলছে, এটা প্রহসনের নির্বাচন। এখানে মানুষের আগ্রহ নেই, কোনো প্রার্থী নেই। কয়েকদিন আগেই ফলাফল নির্ধারণ হয়ে গেছে। সরকারকে আহ্বান করছি, দেশের গণতন্ত্র ধ্বংস করবেন না। দুর্নীতি-লুটপাট করে দেশের মানুষকে ভোলানো যাবে না। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার।
তিনি বলেন, এখনও সময় আছে, দেশের কথা চিন্তা করে পদত্যাগ করুন। তফসিল বাতিল করে, মন্ত্রিসভা ভেঙে দিয়ে আলোচনার পথে আসুন। গ্রেনেড, টিয়ারশেল দিয়ে বাংলাদেশের মানুষকে দাবায়ে রাখা যাবে না।
সকলকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে মঈন খান বলেন, মানুষকে বলছি, ভোট বর্জন করুন। ভোট শুধু বিএনপি বা বিরোধী দলই বর্জন করবে না, আওয়ামীলীগের ভোটাররাও বর্জন করবেন। সরকারকে বিদায় করতে বিএনপি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান তিনি।