শিক্ষা

ভিকারুননিসার শাখাপ্রধানকে সাময়িক বরখাস্ত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে ভর্তিতে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, একজনের ভর্তির ফরমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি (শাহ আলম খান) পদে থাকলে তদন্তটি ঠিকমতো করা যাবে না। সে জন্য তাকে আপাতত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কী ঘটনা ঘটেছিল এবং কী করা যাবে।

জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে এই অনিয়মের অভিযোগ উঠেছে। একজন শিক্ষার্থীর জন্মনিবন্ধন যথাযথভাবে যাচাই না করেই ভর্তি করার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন