আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে

করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান । আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তবে জানা গেছে,  সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে তাকে।

তাই, আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন