জাতীয়

‘ভোটার বাধার সম্মুখীন হলেই ৯৯৯-এ যোগাযোগ করবেন’

পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রসহ সারাদেশে নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করছি। ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছেন। উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি সব জায়গায় ভোটারের উপস্থিতি আছে। শান্তিুপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার পর ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন, নির্বাচনে ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তায় প্রস্তুত আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন