আর্কাইভ থেকে বাংলাদেশ

১১ বছর পর কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান

দীর্ঘ ১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে এই মৌসুমে দলটির একমাত্র শিরোপা জেতার সুযোগ থেকে বঞ্চিত করে অষ্টমবারের মতো এই শিরোপা জিতেছে সিমোন ইনজাঘির দল।

গেলো বুধবার (১১ মে) রাতে স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় ইন্টার।

ফাইনাল ম্যাচটিতে নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন অ্যালেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইনে সমতা ফেরান হাকান কানহানোগ্লু। এরপর ইনজুরি টাইমে ইভান পেরিসিচের জোড়া গোলে জয় নিশ্চিত করে ইন্টার।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন