আর্কাইভ থেকে বাংলাদেশ

অবৈধ মজুত ১ লাখ ২৭ হাজার লিটার সয়াবিন জব্দ

পাবনা শহরসহ বিভিন্ন স্থানে পাঁচ ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুত করে রাখার এক লাখ ২৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গেলো মঙ্গল ও বুধবার এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার রাত ৯টার দিকে পাবনা শহরের দিলালপুর উত্তম কুমার কুন্ডর গুদামে অভিযান চালায়। এ সময় তার গুদামে লুকিয়ে রাখা ৪৬ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ব্যবসায়ী উত্তম কুমার কুন্ড তার গোডাউনে ওই সয়াবিন তেলগুলো বাজারে না ছেড়ে বেশি মুনাফার অসৎ উদ্দেশ্যে মজুদ করেছিলেন। গুদাম মালিক উত্তম কুমার কুন্ডকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। পরে জব্দ করা ভোজ্যতেল দুদিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ দেয়া হয়।

একই দিন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার বেড়া উপজেলার বাণিজ্যকেন্দ্র কাশিনাথপুর এলাকায় ব্যাংক সুনীলের গুদামে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মিয়াকে এক লাখ ৫০ হাজার টাকা এবং খোকন আলীকে দুই লাখ টাকা জরিমানা করেন।

একই সময়ে কাশিনাথপুর মীর স্টোরের গুদামে অভিযান পরিচালনা করে আরও ৩০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। গুদাম মালিক আবুল খায়েরকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

একই দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল পাবনার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডের ঘোষ স্টোরের মালিক শ্রী দুলাল ঘোষের বাড়ি ও গুদাম তিন হাজার ১৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করেন। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল।

এর আগে মঙ্গলবার জেলার ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল ঈশ্বরদী বাজারের শ্যামল স্টোরের গুদামে অভিযান চালিয়ে ১৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে। এ সময় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন