ক্রিকেট

খাজাকে আইসিসির তিরস্কারের সিদ্ধান্ত বহাল

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগান সংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা।

কিন্তু বিষয়টিকে ‘রাজনৈতিক’ ইস্যু হিসেবে বিবেচনা করে খাজাকে স্লোগানসংবলিত লেখা নিয়ে খেলার অনুমতি দেয়নি আইসিসি।

জুতায় স্লোগান লিখে মাঠে নামতে না পারলেও কালো বাহুবন্ধনী পরে খেলতে নামেন খাজা। যার কারণে এই ওপেনারকে তিরস্কার করে আইসিসি। ৩৭ বছর বয়সী খাজা আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর সব যুক্তিতর্ক প্রত্যাখ্যান কর তিরস্কারের সিদ্ধান্ত বহাল রেখেছে।

মেলবোর্নভিত্তিক দৈনিক দ্য এজের বরাত দিয়ে এ–সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’।

এ সম্পর্কিত আরও পড়ুন